আরো ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

আগের সংবাদ

জলে ভাসা সিলেট এক বিচ্ছিন্ন জনপদ : ১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা > আশ্রয়ের খোঁজে অসহায় মানুষ > বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ

পরের সংবাদ

দুই শতাধিক বই উপহার পেল জনতা ব্যাংক

প্রকাশিত: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের হাতে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই শতাধিক বই উপহারস্বরূপ তুলে দেন আমাদের গৃহ সবুজায়ন কার্যক্রমের সমন্বয়ক ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন।
পরে এক অনুষ্ঠানে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ হ্রাস করতে গ্রিন ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন। তিনি জানান, গ্রিন ব্যাংকিংয়ের আওতায় প্রাকৃতিক আলো-বাতাস নিশ্চিতকরণের মাধ্যমে কর্মস্থলের পরিসর কমানোসহ বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় সম্ভব হয়েছে।
এতে প্রতিষ্ঠানের ব্যয় সংকোচনের পাশাপাশি কাজের জায়গার সর্বোত্তম ব্যবহার করে স্থানেরও সাশ্রয় ঘটছে। আর এসব কাজে অসামান্য অবদান রাখায় পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি খন্দকার আতাউর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইদ্রিস মিয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি সৈয়দ মাসুদুল বারীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে জন্মদিনে গাছ উপহার ক্যাম্পেইন আরো বেগবান করার বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়