সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

সিনজেনটার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ২০২১ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এবং লভ্যাংশের অর্থ চেকের মাধ্যমে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) হস্তান্তর করেছে।
গত বুধবার সিনজেনটার ২২তম বার্ষিক সাধারণ সভায় এই কার্যক্রমটি সম্পন্ন হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সভায় বিসিআইসির চেয়ারম্যান এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টরস শাহ্ মো. ইমদাদুল হক সভাপতিত্ব করেন। এছাড়া সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ এম এম গোলাম তৌহিদ এবং অন্যান্য ডিরেক্টরবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, বিসিআইসির চেয়ারম্যানের হাতে লভ্যাংশের চেকটি হস্তান্তর করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়