সোহেল চৌধুরী হত্যা : শেষ দিনেও দাখিল হয়নি কেস ডকেট

আগের সংবাদ

ভয়াবহ বন্যায় দিশাহারা মানুষ

পরের সংবাদ

মৃতরা দায়মুক্ত, তাহাদের স্মৃতি থাকে না

প্রকাশিত: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

থরে থরে শ্রমিকের পোড়া মাংস সাজিয়ে তুমি ইটের নিঃসর্গে পানশালা সাজাও,
স্ফটিক গেলাসে সোনালী জলের সাথে মিশে যায় সদ্য গর্ভহারা জননীর নোনা জল!
ক্ষুধার্ত শিশুটি আজও খুঁজিতেছে বাবার পোড়া হাড্ডি,
পুঁজিবাদীর অট্টালিকায় আমলা আর রাষ্ট্রকে পোষ মানাও গলায় দড়ি দিয়ে।
তোমাদের বাহারি নিখুঁত হাসি থেকে অবিরল ঝরে পড়ে মলমূত্র পুঁজ,
অশনাক্ত লাশের ওপর গোলাপের চারা পুঁতে রাখো নিয়মমাফিক!
ভুলে যাওয়া মানুষগুলো গোলাপের সুগন্ধির পিছনে ছুটে বারবার!
স্বদেশের কান্নাগুলো অন্ধকারে বেনামি বিক্রি হয় পুরনো দালালদের হাতে!
স্বেচ্ছাচারী তোমরা, নিত্যনতুন নারী শরীর, পরকীয়ায় প্রিয় তুমি,
ভাড়াটিয়া সাংবাদিকের কলমে পিরামিড গড়ে তোলো,
সেখানে ঘুমিয়ে থাকে বহু তরুণীর নিথর মমি।
চোখে সুরমা লাগিয়ে বছর বছর যাও মরুদেশে পাপ ধুতে,
ফিরে এসে আমাদের পঙ্গু সন্তানদের জন্য রেখে যাও অনাগত মৃত বসন্ত।
বছরের-পর-বছর তোমরাই গড়ে তুলো সাম্রাজ্যবাদ।
শুধু তোমাদের ইমারত তৈরি বসন্তগুলো এতোটুকুও পোড়ে না!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়