ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : ওবিই কারিকুলাম ধারণাবিষয়ক কর্মশালা সমাপ্ত

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত ‘ওবিই কারিকুলাম কনসেপ্টস- মডেলস এন্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি শীর্ষক’ চার দিনব্যাপী কর্মশালা গত ৯ জুন গাজীপুর ক্যাম্পাসের সেমিনার হলে শেষ হয়। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ন আখতার বলেন, জ্ঞানের ও মানসিক বিকাশ সমন্বয় করে সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। প্রাক ঐতিহাসিক যুগ থেকে আমরা জ্ঞান আহরণ করছি। সমাজ বিবর্তনের সঙ্গে সঙ্গে জ্ঞান আহরণের ধারা পরিবর্তন হচ্ছে। সৃজনশীল শিক্ষার মাধ্যমে জ্ঞানের বিকাশের সঙ্গে মানসিক বিকাশ জড়িত বলে মনে করেন উপাচার্য।
কর্মশালায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম এক বছরে এ ধরনের ছয়টি কর্মশালার আয়োজন করার জন্য বাউবিকে ধন্যবাদ জানান এবং উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহানুর রহমান বক্তব্য রাখেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। চার দিনব্যাপী এ কর্মশালায় দুটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়