ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

জেন্ডার স্কুলের সনদ প্রদান

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিশুদের মধ্যে লৈঙ্গিক সমতা, লৈঙ্গিক বৈচিত্র্যের ধারণা এবং মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করোনাকালে ২০২১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল জেন্ডার স্কুল। যেখানে অনলাইন সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সেক্স, জেন্ডার, ইন্টারসেক্স, মানবাধিকার, বয়ঃসন্ধিকাল, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্যবিষয়ক পাঠদান করা হয়। উক্ত সেশনগুলো পরিচালনা করেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠিত মানবাধিকার কর্মীরা।
গতকাল শুক্রবার বিকালে এনজিও ফোরাম অডিটোরিয়ামে স্পেস- এ ফাউন্ডেশন ফর পিস এন্ড কেয়ারের আয়োজনে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো জেন্ডার স্কুলের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।
এ আয়োজনে উপস্থিত ছিলেন- স্পেস সংগঠনের সম্পাদক মোশফেক আরা শিমুল, চেয়ারপারসন পূরবী তালুকদার, দিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর খোদেজা আক্তার লোপা, মানবাধিকার কর্মী সানাইয়া ফাহিম আনসারীসহ বাংলাদেশের বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানের নারী অধিকারকর্মী এবং উন্নয়নকর্মী শুভাকাক্সক্ষীরা।
আয়োজকরা জানান, ২০২১ সালে করোনাকালীন যাত্রা শুরু করা জেন্ডার স্কুল থেকে এক বছরে ৩টি ব্যাচে মোট ৪৬ জন শিক্ষার্থী ২৪টি অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষালাভ করে। এই তিন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট এবং একটি গাছের চারা তুলে দেয়া হয়। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে জেন্ডার স্কুলের চতুর্থ ব্যাচ শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়