কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় : কর্মচারীদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর আয়োজিত এই প্রশিক্ষণ শুরু হয়। ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন কর্মচারী অংশ নেন। বিজ্ঞপ্তি
এই প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। তিনি বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠানের দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ অত্যাবশ্যকীয়। প্রশিক্ষণ ছাড়া কাক্সিক্ষত ফল কর্মীদের কাছ থেকে পাওয়া যায় না। প্রশিক্ষণই একজন কর্মীর সবকিছু বদলে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়নের এই কার্যক্রম অব্যাহত গতিতে চলবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনের সভাপতিত্বে ও আইসিটি দপ্তরের সহকারী সিস্টেম অ্যানালিস্ট মো. হায়দার আলীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক হোসনেয়ারা বেগম, এস্টেট দপ্তরের পরিচালক হাসান আমীর আহমেদ প্রমুখ। এদিকে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারীদের ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি শুরু হয় ১১ এপ্রিল।
এই প্রশিক্ষণে ৭৭ জন উচ্চমান সহকারী অংশ নেন। ২৩ জন রিসোর্স পার্সন ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়