নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আগের সংবাদ

কালো টাকার অবাধ সুযোগ! : বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিরল উদ্যোগ, কর দেয়ায় নিরুৎসাহিত হবে সৎ করদাতারা

পরের সংবাদ

কুসিক নির্বাচন : ইভিএম দেখতে ঢাকা আসছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

প্রকাশিত: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার ঢাকার আগারগঁাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রমে অংশ নেয়ার জন্য এরই মধ্যে ৩৪ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রম পর্যবেক্ষণে নির্বাচনের প্রার্থী অথবা তাদের মনোনীত কারিগরি জ্ঞানসম্পন্ন প্রতিনিধিকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান রিটার্নিং কর্মকর্তা। এরপর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে দুজন, স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে দুজন এবং নিজাম উদ্দিন কায়সারের পক্ষে একজন প্রতিনিধির নাম জমা হয়েছে।
বিজ্ঞপ্তিতে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রম যারা পর্যবেক্ষণ করতে চান, তাদের ২৬ মে বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে বা প্রতিনিধির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে।
শাহেদুন্নবী চৌধুরী বলেন, ওই বিজ্ঞপ্তি জারির পর ৩৪ জনের নাম এসেছে। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী পাঁচজন প্রতিনিধির নাম দিয়েছেন। বাকিরা কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতিনিধি। এদের মধ্যে অন্তত ৩০ জনকে আগামী ৩০ মে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম কাস্টমাইজেশন কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, আমাদের ইভিএমের প্রতি পূর্ণ আস্থা আছে। এরপরও নির্বাচন কমিশনের আমন্ত্রণে সবকিছু ভালোভাবে দেখতে আমাদের দুজন প্রতিনিধি সেখানে যাবেন। তারা প্রযুক্তিতে দক্ষ। স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আমি এখনো ইভিএমের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছি না। কারণ, পুরো বিশ্বেই ইভিএম নিয়ে বিতর্ক আছে। তারপরও আমার দুজন লোক সেখানে যাবে। তারা প্রযুক্তিতে দক্ষ, তবে ইভিএম বিশেষজ্ঞ নন।
আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি এখনো দাবি জানাই, ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বক্সে ভোটগ্রহণের জন্য। কারণ, ইভিএম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থা। এটার প্রতি আওয়ামী লীগ ছাড়া দেশের মানুষের কোনো আস্থা নেই। আমি এটার প্রতি আস্থা রাখতে পারছি না। তবে আমার একজন প্রতিনিধি বিষয়টি পর্যবেক্ষণ করতে যাবেন। এর আগে গত মঙ্গলবার নিজাম উদ্দিন কায়সার ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট নেয়ার দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন। এতে তিনি নগরীতে কর্মরত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলির দাবিও জানান। এদিকে কায়সারের দেয়া সেই চিঠি পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়