নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি : সর্বনিম্ন ২৭ হাজার টাকা বেতন দাবি

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সর্বনি¤œ ২৭ হাজার টাকা বেতন নির্ধারণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি। অবিলম্বে নবম পে-কমিশন গঠনসহ ৬ দফা পূরণের দাবিতে গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. মানিক মৃধা। এ সময় সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, কার্যকরী সভাপতি আবুল হোসেন আহমেদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। দাবির মধ্যে রয়েছে- ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, নিয়োগের ক্ষেত্রে ৪০ শতাংশ ৪র্থ শ্রেণি কর্মচারীদের পোষ্য কোটা সংরক্ষণ, উচ্চ শিক্ষিত ৪র্থ শ্রেণি কর্মচারীদের সরাসরি পরবর্তী স্তরে পদায়নের ব্যবস্থা নেয়া ও কর্মচারীদের গ্রীম্ম ও শীতকালীন সাজ পোশাক ভাতা দিতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে দাবি না মানলে ১ জুলাই থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়