তেঁতুলতলা মাঠ ফিরে পেয়ে উচ্ছ¡াস এলাকাবাসীর

আগের সংবাদ

বিশ্ববাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির রেকর্ড, প্রভাব পড়বে বাংলাদেশেও

পরের সংবাদ

টেক বিশ্ব

প্রকাশিত: মে ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টুইটারের মালিক হচ্ছেন ইলোন মাস্ক
নগদে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে নিচ্ছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা নির্বাহী (সিইও) ইলোন মাস্ক। টুইটারের পরিচালনা পর্ষদও তার এ অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে। স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ইলোন মাস্ক তার ৪৪ বিলিয়নের এ প্রস্তাবকে সেরা ও চূড়ান্ত বলে মন্তব্য করেছেন। অপেক্ষা কেবল টুইটারের পরিচালনা পর্ষদের। তাদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে। খবরে আরো বলা হয়, বিক্রি হলে টুইটারের প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার। স্থানীয় সময় সোমবার রাতে সাইটটি বিক্রি সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে। ফোর্বসের হিসাব অনুসারে ৫০ বছর বয়সী মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে নিজের অর্থায়নেই টুইটার কিনে নেবেন ইলোন মাস্ক। এতে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না। অবশ্য মাস্ক বা টুইটার থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য আসেনি। মাইক্রো ব্লগিং সাইটটির সিইও পরাগ আগারওয়াল জানিয়েছিলেন, মাস্কের প্রস্তাব খতিয়ে দেখা হবে। যদিও এর আগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টুইটার। ব্যাপক জনপ্রিয় সাইটটি কিনে নেয়ার ব্যাপারে টেসলা সিইওর ভাষ্য, প্রতিনিয়ত উন্নতি ও স্বাধীনভাবে মত প্রকাশের আসল প্ল্যাটফর্ম হয়ে উঠতে টুইটারকে ব্যক্তি মালিকানাধীন হতে হবে। কিন্তু স্পেসএক্স টুইটারের সেই আহ্বান নাকচ করে দেয়। সামাজিক যোগাযোগের মাধ্যমটির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার মাস্কের কাছে এতদিন টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিকানা ছিল। সূত্র: রয়টার্স

যুক্তরাজ্য ও ইউরোপে গুগলের রিজেক্ট অল বাটন
কুকিজ ট্র্যাকিংয়ে গ্রাহকদের পূর্ণ স্বাধীনতা দেয়ার লক্ষ্যে রিজেক্ট অল ও অ্যাকসেপ্ট অল বাটন চালু করেছে গুগল। ইউরোপের ভোক্তা ও বাজার নিয়ন্ত্রক গোষ্ঠীর জরিমানার পর এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। বর্তমানে ইউরোপের কোনো ব্যবহারকারী সাইন আউট বা ইনকগনিটো মোডে গুগল সার্চ ও ইউটিউব ভিজিট করলে কুকিজ অনুসরণে আলাদা পারমিশন পপআপ দেখতে পাবে। গুগলের প্রাইভেসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রডাক্ট ম্যানেজার সামিত আধিয়া এক বিবৃতিতে বলেন, চলতি মাসের শুরুতে ইউটিউবে যে আপডেট দেয়া হচ্ছে সেটি ব্যবহারকারীদের নিজস্ব ভাষায় একই সঙ্গে রিজেক্ট অল ও অ্যাকসেপ্ট অল বাটন ব্যবহারের সুবিধা দেবে। মোর অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবে। ফ্রান্সে এরই মধ্যে নতুন কুকিজ বাটন চালু করা হয়েছে। চলতি বছরের শুরুতে ফ্রান্সের তথ্যনিরাপত্তা সংস্থা সিএনআইএল কুকিজ ট্র্যাকিং নীতিমালায় দ্বিধা তৈরি করায় গুগলকে ১৭ কোটি ডলার জরিমানা করেছে। সূত্র: আইএএনএস

ভয়েস ক্ল্যারিটি ফিচার চালু করছে মাইক্রোসফট
উইন্ডোজ ১১-এর জন্য ভয়েস ক্ল্যারিটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। হাইব্রিড ওয়ার্ক ইভেন্টের সময় প্রতিষ্ঠানটি ফিচারের বিষয়ে জানিয়েছিল। বর্তমানে সারফেস ল্যাপটপ স্টুডিওতে ফিচারটি চলমান রয়েছে। উইন্ডোজ লেটেস্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই অন্যান্য ডিভাইসেও ফিচারটি চালু করবে। মাইক্রোসফটের তথ্যানুযায়ী ভয়েস ক্ল্যারিটি ফিচারটি প্রিমিয়াম অডিও প্রসেসিং ব্যবহারের মাধ্যমে অডিও কলকে আরো সাধারণভাবে উপস্থাপন করে। এটি অ্যাডভান্সড অডিও প্রসেসিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর আরো পরিষ্কারভাবে শুনতে সহায়তা করে এবং পারিপার্শ্বিক শব্দের মাত্রা কমিয়ে দেয়। প্রতিষ্ঠানটির ব্লগপোস্টের তথ্যানুযায়ী, ফিচারটি ব্যবহারকারীর কথোপকথন থেকে হাসি, আবেগ, আত্মবিশ্বাসসহ যেকোনো অভিব্যক্তি শনাক্ত করতে পারে। সূত্র: গ্যাজেটস নাউ

রিসেন্ট ট্যাব সরাচ্ছে ইনস্টাগ্রাম
টপ ও রিলস ট্যাবে সাম্প্রতিক ও সময়োপযোগী কনটেন্ট প্রদর্শনে রিসেন্ট ট্যাব সরানোর উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী এক টুইটে ইনস্টাগ্রাম জানায়, ছোট পরীক্ষার অংশ হিসেবে প্লাটফর্মটি হ্যাশট্যাগ পেজ থেকে রিসেন্ট ট্যাব সরিয়ে দিচ্ছে। বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, ছোট গ্রুপের কাছে হ্যাশট্যাগের টপ ও রিলসে সাম্প্রতিক ও সময়োপযোগী কনটেন্ট প্রদর্শনের পরীক্ষার জন্য রিসেন্ট ট্যাব সরিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আসলেই হ্যাশট্যাগে কনটেন্ট দেখতে পারছেন কিনা তা যাচাই করা হবে। বর্তমানে ব্যবহারকারীরা কোনো হ্যাশট্যাগ নির্বাচন করলে তাদের এমন একটি পেজে নিয়ে যাওয়া হয়, যেখানে টপ, রিসেন্ট ও রিলস ক্যাটাগরিতে সাম্প্রতিক কনটেন্টগুলো দেখানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা শুধু টপ ও রিলস ট্যাব দেখতে পাবেন। টপ, রিসেন্ট ও হ্যাশট্যাগ বাটনের পাশাপাশি মেসেজের মাধ্যমে পেজ শেয়ারের সুবিধার্থে ব্যবহারকারীদের জন্য স্প্রেড দ্য ওয়ার্ড বাটনও রয়েছে। সূত্র: টেকক্রাঞ্চ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়