ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছেন আজ

আগের সংবাদ

ঈদের কেনাকাটা : ছুটির দিনে শপিংমলে উপচে পড়া ভিড়

পরের সংবাদ

জাতীয়করণের দাবিতে কর্মসূচির ডাক বাশিসের

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঈদের পর কর্মসূচি আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। গতকাল বৃহস্পতিবার বাশিসের মহাসচিব আবদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ডাক দেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়েছে। এখন সময়ের দাবি তথা সাধারণ অভিভাবকের দীর্ঘদিনের প্রাণের দাবি মাধ্যমিক (ষষ্ঠ-দ্বাদশ) অবৈতনিক পাঠক্রম চালুকরণ। তাই ঈদপরবর্তী স্বল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের চাওয়া একমাত্র দাবি ‘মাধ্যমিক শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ’ ত্বরান্বিতকরণের লক্ষ্যে দাবিসমূহ আদায়ে কর্মসূচি আসছে। তিনি আরও বলেন, আমরা সরকারের বিপক্ষে নই, পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই। প্রতিটি উপজেলায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘অরাজনৈতিক উপজেলা সংগ্রাম পরিষদ’ গঠন করুন। ৮০ ও ৯০ দশকের মতো দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা সম্মিলিত ঐক্য গড়ে তুলুন। দাবির বিষয়ে বলা হয়, অনতিবিলম্বে শিক্ষকদের মর্যাদা রক্ষায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, মানসম্মত বাড়িভাড়া ও স্বেচ্ছা বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষক হয়রানি বন্ধে শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনোক্রমেই সাময়িক বরখাস্ত করতে না পারা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়