রাজারবাগ পীর বিষয়ে মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে রুল

আগের সংবাদ

প্রধানমন্ত্রীর বার্তা : পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর তাগিদ

পরের সংবাদ

কানের প্রতিযোগিতা শাখায় রেকর্ডসংখ্যক নারী পরিচালক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রতিযোগিতা শাখায় প্রথমবারের মতো নারী পরিচালকদের রেকর্ডসংখ্যক পাঁচটি ছবি জায়গা করে নিলো। এবারের প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২১টি চলচ্চিত্রের মধ্যে নারীরা একক কিংবা যৌথভাবে পরিচালনা করেছেন পাঁচটি ছবি। কানের ইতিহাসে এবারই প্রথম নারীদের পরিচালিত পাঁচটি ছবি স্বর্ণপামের জন্য মনোনীত হলো। প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ১৮টি ছবির তালিকায় রয়েছে নারী পরিচালকদের তিনটি কাজ। এগুলো হলো ফ্রান্সের ক্লেয়ার ডেনির ‘স্টারস অ্যাট নুন’ ও ভালেরিয়া ব্রুনি তেদেস্কির ‘দ্য আলমন্ড ট্রি’ এবং যুক্তরাষ্ট্রের কেলি রাইকার্ডের ‘শোয়িং আপ’। অফিসিয়াল সিলেকশনের দ্বিতীয় ধাপে প্রতিযোগিতা শাখায় যুক্ত হওয়া তিনটি ছবির মধ্যে নারী পরিচালকরা বানিয়েছেন দুটি। এগুলো হলো ‘দ্য এইট মাউন্টেনস’ এবং ‘মাদার অ্যান্ড সান’।
প্রতিযোগিতা শাখায় আরেক নতুন সংযোজন ‘টরমেন্ট অন দ্য আইল্যান্ডস’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়