সার্ভিস প্রোভাইডার পরিবর্তন : ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

আগের সংবাদ

ফের স্থগিত খালেদার সাজা

পরের সংবাদ

মুজিব মানে স্বাধীনতা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাঙালিদের প্রাণের নেতা মহান মুজিবুর
সাতই মার্চে শোনান বাণী- শেকল ভাঙার সুর।
বজ্রকণ্ঠে দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
তার সে ডাকে ঘুরে দাঁড়ায় ইতিহাসের বাঁক।
‘ঘরে ঘরে দুর্গ গড়ো’- আকুল আহ্বান,
স্বাধীনতার মন্ত্রে কাঁপে ইয়াহিয়া খান।

জাতির পিতার আহ্বানে মুক্তিসেনার দল
একাত্তরে যুদ্ধে নামে, লক্ষ্য অবিচল।
বাংলা মায়ের দামাল ছেলে রণাঙ্গনে যায়,
বীরের বেশে যুদ্ধ করে এই সবুজ বাংলায়।
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে বাংলা স্বাধীন হয়,
লক্ষ প্রাণের বিনিময়ে লাল-সবুজের জয়।

দেশজুড়ে আজ স্বাধীনতা, অমল খুশির বান
স্বদেশপ্রেমের উদ্দীপনায় গেয়ে উঠি গান।
একটি মুজিব ছিল বলেই পাই এ স্বাধীন দেশ,
‘মুজিব মানে স্বাধীনতা’- গর্বে বলি বেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়