সার্ভিস প্রোভাইডার পরিবর্তন : ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

আগের সংবাদ

ফের স্থগিত খালেদার সাজা

পরের সংবাদ

ইতিহাসের মহানায়ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২২ , ২:০০ পূর্বাহ্ণ

সেদিন ছিল মার্চ সতেরো
উনিশশত বিশ,
গাছের ডালে ছন্দ তুলে
দিচ্ছে পাখি শিস।

টুঙ্গিপাড়ার শেখ পরিবার
আনন্দে ভরপুর,
দখিন হাওয়া দেয় ছড়িয়ে
একটা নতুন সুর।

সারা গাঁয়ে নামলো যেন
উছল খুশির ঢল,
ঢেউয়ের দোলায় দুলছে তখন
মধুমতির জল।

সন্ধ্যা রাতের আঁধার কেটে
এলো শুভক্ষণ,
ফুটফুটে এক খোকার তখন
ধরায় আগমন।

সেই খোকা হন মহানায়ক
নির্ভীক-নির্ভয়,
তারই ডাকে ঝাঁপিয়ে পড়ে
যুদ্ধে হলো জয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়