গণসংহতির নিবন্ধন : আদালত অবমাননার রুল সিইসির বিরুদ্ধে

আগের সংবাদ

সবুজ উইকেটে টাইগারদের কঠিন পরীক্ষা

পরের সংবাদ

আপন মহিমায় অপু বিশ্বাস

প্রকাশিত: মার্চ ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দর্শকরা ভালোবেসে তাকে ডেকে থাকেন ‘ঢালিউড কুইন’। এই পর্যন্ত প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। ছোটবেলা থেকেই তিনি প্রাতিষ্ঠানিকভাবে নাচ শিখেছেন। নাচ করে পেয়েছেন বহু পুরস্কার। পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। চলচ্চিত্রে তার আগমন ঘটেছিল ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে। এরপর তিনি প্রধান নায়িকা চরিত্রে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ব্যাপক সাফল্য পান। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে ছিলেন আরেক সফল নায়ক শাকিব খানের সঙ্গে। প্রথম সিনেমার সাফল্যের পর তারা জুটি হয়ে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। সেসময়ে দর্শক-প্রদর্শকদের কাছে চাহিদায় শীর্ষে থাকে এই জুটি। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ৭২টি সিনেমায় কাজ করেছেন। শাকিব খান ছাড়াও মান্না, রিয়াজ, ফেরদৌস, মারুফ, ইমন, নিরব, বাপ্পি চৌধুরী ও জয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয় স্বরূপ বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন, ইউরো-সিজেএফবি, বাচসাসসহ আরো অনেক পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রে ১৭ বছরের ক্যারিয়ারে এখনো তিনি রয়েছেন স্বমহিমায়। অভিনয়ে আগের মতোই ব্যস্ততা যাচ্ছে তার। নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে নিয়মিত জিম করে যাচ্ছেন। কাজের নানান ব্যস্ততার মধ্যেও ধরে রেখেছেন নিজের সৌন্দর্য। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকেই। তাই অনেকে ভাবে অনেক কিছু হয়ে গিয়েছি এই রহস্যটা কি। বিষয়টা ও রকম কিছু না। আমি এসএসসির পরপরই সিনেমায় এসেছি। এটা রহস্যের কিছু না। আমি বরাবরই একটি কথা বলি নিজের কাজকে প্রাধান্য দেয়া এবং ভালোবেসে সেটাকে প্রেজেন্টশন করাই হলো সৌন্দর্য। আমি এখনো কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি, তার জন্য সম্পূর্ণ ক্রেডিট আমার সব ভক্তের। তাদের সাপোর্ট না থাকলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তারা আমাকে অনেক ভালোবাসা, সাপোর্ট দিচ্ছেন। তাই তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ।’ সিনেমায় অভিনয় ছাড়াও সারা বছর স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয় তাকে। দেশে ও দেশের বাইরে স্টেজ শো করে থাকেন তিনি। এত ব্যস্ততার মাঝেও নিজের একমাত্র সন্তান আব্রাহাম জয়কে সময় দেন। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া। হোমওয়ার্ক করা। তার সঙ্গে খেলাধুলা করা। মাঝে মাঝে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া। একা হাতেই সবকিছু সামলাচ্ছেন তিনি। এতকিছু কীভাবে সামলাচ্ছেন তিনি। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো সামলে নিচ্ছি এগুলো ভুল। কাজ তো অনেক আগে থেকেই করছি। কাজের প্রতি দুর্বলতা, ভালোবাসা কাজ করে। যে কাজের প্রতি ভালো লাগা দুর্বলতা থাকে, সে কাজটা সুন্দর মতো হয়ে যায়। মায়ের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘মা নেই আমার পুরো পৃথিবীই নেই। মায়ের সঙ্গে শুধু আমি একা না আমার ছেলের সম্পৃক্ততা ছিল। মা ছিলেন আমার সেরা বন্ধু। সে জায়গা থেকে একদম দুর্বল হয়ে গেছি। মায়ের অনেক স্বপ্ন ছিল। সেগুলো আমাকেই পূরণ করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট হয় ছেলেটাকে নিয়ে। জয় বেশি মাকে চিনত কাছে থাকত। এটা খুব সমস্যা হয়। জয় এখনো মাকে খুঁজে।’ বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি সিনেমা। এখন শুটিং করছেন দ্বীন ইসলামের পরিচালনায় নতুন সিনেমা ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে নায়ক জয় চৌধুরীকে। সম্প্রতি জয় চৌধুরীর সঙ্গে শেষ করলেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার কাজ। গত ১১ ফেব্রুয়ারি বাপ্পি চৌধুরীর বিপরীতে মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ২’। মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হলে দর্শক সমাগম ঘটছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের বিপরীতে ‘ছায়াবৃক্ষ’ নামে সরকারি অনুদানে নির্মিত সিনেমা। কাজ করেছেন ওপার বাংলার চলচ্চিত্রেও। পরমব্রত চ্যাটার্জির বিপরীতে ‘শটকার্ট’। কফি খেতে দারুণ পছন্দ করেন এই অভিনেত্রী। তাই সম্প্রতি শিরিন সুলতানার সঙ্গে যৌথভাবে ‘কফি এক্সপ্রেস’ নামে একটি কফি শপ দিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন কার্যনির্বাহী সদস্য। পাশাপাশি বাংলাদেশ কাবাডির শুভেচ্ছাদূতও হিসেবে কাজ করছেন তিনি।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়