ইউক্রেনে শীর্ষ রুশ জেনারেল নিহত

আগের সংবাদ

ডিএনসিসির নতুন ওয়ার্ড উন্নয়ন কাজের উদ্বোধন : সেবা পাবে ২০ লাখ বাসিন্দা

পরের সংবাদ

অনলাইনেও স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন মিট

প্রকাশিত: মার্চ ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামে দুটি পৃথক এডুকেশন মিটের আয়োজন করেছে স্টাডি ইন ইন্ডিয়া। সরাসরি ঘুরে আসার সুযোগ থাকার পাশাপাশি আয়োজন সম্পর্কে জানা যাবে অনলাইনে। আয়োজনের নানা তথ্য এবং যোগাযোগের ব্যবস্থাও অনলাইনের মাধ্যমে করা যাবে। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্টাডি ইন ইন্ডিয়া সম্পর্কে জানতে িি.িংঃঁফুরহরহফরধ.মড়া.রহ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহীরা যবষঢ়.ংঃঁফুরহরহফরধ@মড়া.রহ -এ ঠিকানায় মেইল করেও স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। বৃহস্পতিবার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক প্রেস দ্য মিটে বক্তারা এ তথ্য জানান। তারা বলেন, ৪-৫ মার্চ (শুক্রবার-শনিবার), রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এবং ৭ মার্চ (সোমবার) চট্টগ্রামের রেডিসন বে ভিউ চট্টগ্রামে বাংলাদেশের শিক্ষার্থীরা জন্য পৃথক দুটি এডুকেশন মিট অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়