গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনবে ফিলিপাইন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের কাছ থেকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার একটি চুক্তি করেছে ফিলিপাইন। কোন দেশের প্রতিরক্ষা খাতে ভারতের ক্ষেপণাস্ত্র রপ্তানির এটি প্রথম চুক্তি বলে খবর গণমাধ্যমের।
এ চুক্তির কথা নিশ্চিত করে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডলফিন লরেঞ্জানা বলেছেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে জাহাজ-বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। নিজেদের সামরিক খাতকে আধুনিকায়নের জন্য ৫৮৫ কোটি ডলারের একটি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ফিলিপাইন। দেশটি সামরিক খাতকে যুগোপযোগী করতে যুদ্ধের পুরনো সরঞ্জামগুলোকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধজাহাজ এবং ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টারগুলো আধুনিকায়ন এ পরিকল্পনার অংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরিকল্পনাটির মেয়াদের শেষ পর্যায়ে ভারতের ‘ব্রাহ্মোস’ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করল দেশটি। চুক্তি অনুযায়ী, ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপাইনকে ৩টি ব্যাটারি লঞ্চার, প্রশিক্ষণ সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী।
চুক্তিটির আলোচনা ২০১৭ সালে শুরু হলেও বাজেট বরাদ্দ এবং করোনা ভাইরাস মহামারির কারণে এটি বিলম্বিত হয়। জাহাজবিরোধী এ ক্ষেপণাস্ত্র কেনার উদ্দেশ্য হলো ফিলিপাইনে ২০০ নটিক্যাল মাইলের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি জাহাজের চলাচলে বাধা দেয়া। ২০১৮ সালে ফিলিপাইনের ইসরাইলের তৈরি স্পাইক ইআর মিসাইল কিনেছিল; এটি ছিল ফিলিপাইনের প্রথম জাহাজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র।
প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের নেতৃত্বে চীনের সঙ্গে ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশের মালিকানার দাবিতে অনড় রয়েছে। এই জলপথ দিয়ে বছরে ৩.৪ ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন করা হয়। ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনামও এ জলপথের মালিকানার দাবি নিয়ে প্রতিদ্ব›দ্বী হিসেবে বেইজিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়