গ্যালারি কায়া : বাংলাদেশ-ভারতের শিল্পীদের নিয়ে ‘এপিক ১৯৭১’

আগের সংবাদ

স্বস্তির ভোটে আইভীর হ্যাটট্রিক : সব শঙ্কা উড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট, শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে নৌকা

পরের সংবাদ

ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করলেই বিপদ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আলাদা পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা এড়াতে অনেকেই ব্রাউজারে নিজেদের ইমেইল বা সামাজিক যোগাযোগ সাইটের পাসওয়ার্ড সংরক্ষণ করেন। এতে সাময়িকভাবে বারবার পাসওয়ার্ড লেখার ঝামেলা থেকে মুক্তি মিললেও বড় ধরনের বিপদ হয়তো অপেক্ষা করছে আপনার জন্য। কারণ, ‘রেডলাইন স্টিলার’ নামের একটি ম্যালওয়্যার ব্রাউজারে থাকা আপনার ইমেইল, সামাজিক যোগাযোগের সাইট এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড সংগ্রহ করে বিপদে ফেলতে পারে। ম্যালওয়্যারটি কোনোভাবে যন্ত্রে প্রবেশ করলেই গোপনে ব্রাউজারে থাকা ব্যবহারকারীদের সার্চ ইতিহাস এবং পাসওয়ার্ডের সব তথ্য পাচার করতে থাকে। ম্যালওয়্যারটি এতই শক্তিশালী যে যন্ত্রে অ্যান্টিভাইরাস থাকলেও শনাক্ত করতে পারে না। এরই মধ্যে ম্যালওয়্যারটি প্রায় সাড়ে ৪ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘আনল্যাব’। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, অনলাইনে মাত্র ১৫০ থেকে ২০০ ডলারের বিনিময়ে ম্যালওয়্যারটি বিক্রি করছে সাইবার অপরাধীরা। ফলে যে কেউ আপনার যন্ত্রে নজরদারি করতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়