হাতিরঝিলের সড়ক বন্ধে রাজধানীতে তীব্র যানজট

আগের সংবাদ

বিশাল লক্ষ্যমাত্রার বাজেট প্রস্তুতি : সম্ভাব্য আকার ৬,৭৫,১৩৯ কোটি টাকা, আয় ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

পরের সংবাদ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : বাউবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত সোমবার বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে জুম ওয়েবিনারে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : বিজয়ের পূর্ণতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন খ্যাতিমান ইতিহাসবিদ অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
প্রধান আলোচক অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সমাপ্তির পূর্ণতা ঘটে এবং বাংলাদেশের অগ্রযাত্রার সূচনা হয়।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে মনেপ্রাণে ধারণ করে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. নাসিম বানু প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রতœা। বিজ্ঞপ্তি

এর আগে বাউবি শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম গাজীপুরের বাউবি ক্যাম্পাসে ‘স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে’ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়