জরায়ুমুখের ক্যান্সার সচেতনতা দিবস আজ

আগের সংবাদ

উৎসবমুখর নারায়ণগঞ্জ : প্রচারণায় এগিয়ে আইভী

পরের সংবাদ

আইসিইউতে আবৃত্তি শিল্পী হাসান আরিফের হার্ট অ্যাটাক 

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন দেশের বরেণ্যে আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
গতকাল শনিবার সকালে এ আবৃত্তিশিল্পীর হার্ট অ্যাটাক হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, হাসান আরিফ ভালো নেই।
বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ। গত ২ ডিসেম্বর করোনা ফলাফল পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে আইসিইউতে নেয়া হয়। গতকাল শনিবার নাসির উদ্দীন ইউসুফ গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরেই হাসান আরিফের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। সকালে হার্ট অ্যাটাকের পর পালস পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়