নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রং মিস্ত্রির

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবন রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রি দুলাল মিয়া (৪২) মারা গেছেন। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেন। গতকাল শনিবার পৌরসভার মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালের পার্শ্ববর্তী নিজাম উদ্দিনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা পৌনে ১১টার দিকে ওই ভবনের তিনতলার বাইরের অংশে রং করছিলেন দুলাল মিয়া। ভবনের দেড় থেকে দুই ফুট দূরত্বে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন রয়েছে। কাজ করার সময় অসাবধানতাবশত তার মাথা ওই বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং লাশ ঝুলতে থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়