নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

রাজশাহীতে চাঁদা না পেয়ে বাবা-ছেলের ওপর হামলা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পবায় চাঁদা না পেয়ে বাবা-ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলেও ভুক্তভোগীদের অভিযোগ। গত শুক্রবার বিকালে উপজেলার বাকশারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। হামলায় আহতরা হলেন- উপজেলার বাকশারা এলাকার মো. শাজাহান আলী (৪৫) ও তার ছেলে মো. মইনুদ্দিন (৩০)। শাজাহান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, আমার নিজস্ব জমিতে ভবন নির্মাণ করছিলাম। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা দাবি করে আসছিল দীর্ঘদিন ধরে। সর্বশেষ গত শুক্রবার দুপুর ১২টার দিকে কয়েকজন বখাটে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা আমার ওপর হামলা চালায়। সন্ধ্যায় দ্বিতীয়বার ঘটনাস্থলে এসে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ওই চক্রটি। শাজাহান আলী জানান, তার ছেলেকে উদ্ধারের পর পবা থানায় পুলিশকে অবগত করা হয়। এরপর ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলে সুস্থ হলে থানায় মামলা দায়ের করবেন তিনি। এ ব্যাপারে আরএমপির পবা থানার ওসি সিরাজুম মুনির বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়