নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

বিসিএসের ৩০তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশীয় প্রযুক্তি পণ্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার উদ্যোগকে গুরুত্ব দিয়ে উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রাজধানীর ইস্কাটন গার্ডেনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই করোনা কালীন সময়ে বিসিএস এর যেসকল সদস্য মৃত্যুবরণ করেন তাদের জন্য শোকপ্রস্তাব পেশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়