কোভিড-১৯ : যুক্তরাষ্ট্রে ফাইজারের ওরাল পিল জরুরি অনুমোদন

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ফিরবে তো! : বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু > ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে সবুজ রংয়ের ৫০ বাস

পরের সংবাদ

‘দর্শকরা নিরাশ হবে না’

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে এবার দেখা যাবে বড়পর্দায়। সরকারি অনুদানে নির্মাণ করেছেন ‘রাত জাগা ফুল’ সিনেমা।
পরিচালনার পাশাপাশি এটিতে তিনি ভিন্ন এক চরিত্রে অভিনয়ও করেছেন।
আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটি হলে মুক্তি পাবে। ‘রাত জাগা ফুল’
সিনেমা নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার : রেজা শাহীন
‘রাত জাগা ফুল’
‘রাত জাগা ফুল’ আমার পরিচালিত প্রথম সিনেমা। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। দর্শকরা রোমান্টিক একটা গল্প দেখতে পাবে সিনেমাটিতে। একটি সিনেমাতে যা যা থাকা দরকার তার সবই আছে এটিতে। আমি দর্শকদের তৃপ্তি দিতেই সিনেমাটি নির্মাণ করেছি। এখানে দেশ প্রেম, প্রকৃতি, গান ও সুরের গল্প তুলে ধরা হয়েছে। আশা করছি, দর্শকরা নিরাশ হবেন না। ‘রাত জাগা ফুল’ আমাদের সিনেমা।

ভিন্ন এক চরিত্রে দেখা যাবে
গতানুগতিক চরিত্রে বাইরে ভিন্ন একটি চরিত্রে ‘রাত জাগা ফুল’ সিনেমায় আমাকে দেখা যাবে। আমার চরিত্রটির নাম ‘রইস’। রইসকে অদ্ভুত চরিত্রে দেখানো হবে। অনেকটাই পাগলের মতো।

এটিএম ভাইকে মিস করি
গত বছরের ১৮ ডিসেম্বর আমি তার বাসায় গিয়েছি। ‘রাত জাগা ফুল’ নিয়ে অনেক কথা হয় তার সঙ্গে। তিনি ‘রাত জাগা ফুলে’র জন্য শুভ কামনা জানিয়েছিলেন। যখন সিনেমাটি অনুদান পায় তখন স্ক্রিপ্ট দেখে এবং পরবর্তীতে সিনেমার খণ্ড খণ্ড অংশ দেখে ভীষণ প্রশংসা করেন। তিনি সবসময়ই আমাকে সিনেমা নির্মাণের কথা বলতেন। আজ তিনি নেই, তিনি এই সময়ে আমার পাশে থাকলে আরো অনেক বেশি সাহস পেতাম।

স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি
ক্যারিয়ারের ২২ বছর পার হলো। এই পর্যন্ত আসতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এই পথটা সহজ ছিল না।

বর্তমান ব্যস্ততা
‘রাত জাগা ফুল’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় যাচ্ছে। এছাড়া কয়েকটি নাটকের শুটিং করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়