কোভিড-১৯ : যুক্তরাষ্ট্রে ফাইজারের ওরাল পিল জরুরি অনুমোদন

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ফিরবে তো! : বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু > ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে সবুজ রংয়ের ৫০ বাস

পরের সংবাদ

এবার ‘বজরঙ্গি ভাইজান’-টু

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা সালমান খানের হিট ছবির তালিকায় যেসব ছবির নাম আসে প্রথমেই তার মধ্যে অন্যতম ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালের এই ছবি সারা বিশ্বব্যপী ৯০০ কোটির ওপর ব্যবসা করেছিল। পবন, মুন্নি, রসিকা, চাঁদ নবাবের চরিত্রগুলো এখনো যেন জীবন্ত সবার মনে। এবার ছবির সিকোয়েলের ঘোষণা করলেন সালমান। মুম্বইতে ‘আরআরআর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়ে সালমান খান ছবিটির সিক্যুয়েলের কথা ঘোষণা করলেন। সিক্যুয়েলটি লিখবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এদিনের অনুষ্ঠানে টিম ‘জজজ’কে সমর্থন করতে হাজির ছিলেন সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং ‘আরআরআর’ পরিচালক এসএস রাজামৌলি। আর সেখানেই করণ সালমানকে প্রশ্ন করেন ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে। তাতে ভাইজানের জবাব, ‘হ্যাঁ সিক্যুয়েল আসছে এটা ঠিক খবর। তবে এখন ফোকাস থাকা উচিত আরআরআর-এ।’ মিডিয়াকেও সালমান জানান, ‘রাজামৌলি আর তার বাবা বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উনি বজরঙ্গি ভাইজান লিখেছেন। এবার পরবর্তী পার্ট লিখতে চলেছেন।’ জনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই সিনেমার শুট শুরু হবে। ‘টাইগার ৩’র মুক্তির পরেই মুক্তি পাবে এই সিনেমা। ছবির প্রথম ভাগটির পরিচালনা করেছিলেন কবীর খান। কেন্দ্রীয় চরিত্রে পবনের ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে। তার প্রেমিকার চরিত্রে করিনা। আর মুন্নির চরিত্রে হর্ষালি। নওয়াজ অভিনয় করেছিলেন চান্দ নবাবের ভূমিকায়। তবে দ্বিতীয় পার্টে সালমান ছাড়া আর কাকে কাকে দেখা যাবে সেই নিয়ে কোনো মন্তব্য করেননি সালমান এখনো।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়