পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত কয়েক হাজার

আগের সংবাদ

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক সরকার

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : ছাত্রদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বপরিমণ্ডলে দক্ষ জনশক্তি ও আত্মমর্যাদাবান নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে বঙ্গবন্ধুই মূল অনুপ্রেরণা হয়ে রইবেন বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশকে বোঝার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝা, আত্মস্থ করা অপরিহার্য। কারণ তিনি এই জাতিরাষ্ট্রের ¯্রষ্টা। তার হাত ধরেই বাঙালি হাজার বছর ধরে বয়ে বেড়ানো লাঞ্ছনা-বঞ্চনা থেকে মুক্তির স্বাদ গ্রহণ করেছে।
গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক আন্তঃহল উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, আমার বঙ্গবন্ধু- এই থিমটা এভাবে আসার কারণ হলো- একটি পৃথক জাতিরাষ্ট্র সৃষ্টি, এরপর দি¦তীয় বিপ্লব কর্মসূচির নামে সামাজিক বিপ্লব- এই যে দুটো বড় কাজ সাধন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- এটিকে জাতীয় সংগীতে রূপ দেয়া। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এসব নিয়ে সাংবিধানিক ভিত্তি তৈরি, শোষিতের গণতন্ত্রের পক্ষে অবস্থান- এসবই বাঙালির আত্মমর্যাদা বৃদ্ধি করে এবং জাতিসত্তা তথা বাংলাদেশের আত্মশক্তিকে বলিষ্ঠ করে- এ কারণেই বঙ্গবন্ধু আমাদের। আমরা এটিকে ধারণ করি। বাংলাদেশকে বোঝার জন্য বঙ্গবন্ধুকে বোঝা যেমন অপরিহার্য, তেমনি বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারলেই বিশ্বপরিমণ্ডলে মাথা উঁচু করে মর্যাদাবান নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।
এ কারণেই শিক্ষার্থীদের সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ভাষাশৈলী, দক্ষতা, যোগ্যতা, সৃজনশীল চর্চা ও সার্বিক উন্নয়নের প্রচেষ্টা আরো বেশি জোরদার করা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক যে সাংস্কৃতিক চর্চার ঐতিহ্য ছিল, সেটিকেও ফিরিয়ে আনতে হবে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়