পুলিশের স্থাপনায় হামলার ঘটনায় মামলা : আসামি অজ্ঞাত কয়েক হাজার

আগের সংবাদ

‘ওমিক্রন’ নিয়ে সতর্ক সরকার

পরের সংবাদ

ইউপি নির্বাচন : বান্দরবানে দুদিন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বান্দরবান প্রতিনিধি : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রুমা ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক জরুরি নোটিসে এই নির্দেশ দেয়া হয়।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোগগ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর (শনিবার) রাত থেকে ২৮ নভেম্বর (রবিবার) মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও রুমা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ওই ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের নিমিত্তে ২৭ নভেম্বর রাত থেকে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়