লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

আমার হেমন্ত গাঁথা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কান পেতে আছি হেমন্ত যদি ডাকে
শরতের শিউলী দেখে হেমন্ত আসতেই থাকে,
অন্ধকার জানাজার নামাজের পাশে ঘুঘু ডাকে
কাদাখোঁচা-বকেরা কাঁদে মলিন আলোয় বসে
চুপচাপ হলুদ ফুলের গন্ধে হেঁটে যায় তটরেখা চষে।
ট্রেনের আগমনী ধ্বনি তাকে পারে না বাঁধতে
যতটা মেখেছে শিশির একটি সবুজ ঘাসে।
শির নত করে সে ঝিকমিক হাসে
অন্য ভুবনের জল-রোদে নিঃশব্দে ভাসে।

হারমোনিয়ামের কফ-জমা সুরে বেজে চলে হেমন্তের গান,
শীতের সুবাস টের পাওয়া যায় চাঁদ কিছুটা মøান;
খবরের কাগজ পড়ার তোড়-জোড় চলে
ধুয়ে যায় স্মৃতিময় ডাককলের জলে,
না খেতে পাওয়া মানুষের মৃত্যুগল্প জমে
ফসলহীন ক্ষেতে পাখিদের ভিড় কমে;
কিছুই ফাটাতে পারে না শব্দবাজি ছাড়া
চুপি চুপি রাতে অনিদ্র উদ্বেগ থাকে খাড়া;
দূর সমুদ্রের কান্না আমায় জাগিয়ে রাখে
জমা জল বেরিয়ে যায় বিষাদ অশ্রæকণা দু’চোখ ধরে থাকে;
হেমন্তের ঘুঘু ধূসর পাতার ফাঁকে বসে ডাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়