লজিক প্রকল্প : রৌমারীতে সোলার পাম্প স্থাপন শুরু

আগের সংবাদ

চ্যালেঞ্জ মোকাবিলায় কী প্রস্তুতি : বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকার ও মুক্তবাণিজ্য চুক্তি হবে > ভাবমূর্তি উজ্জ্বল হবে

পরের সংবাদ

আনন্দ আজ পুরো গাঁয়ে

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার গাঁয়ের ধানের মাঠে মউ মউ মউ গন্ধ
ধানের উপর শীতল বাতাস, দেখছি ঢেউয়ের ছন্দ।

সবুজ ধান পেকে পেকে সোনালি রঙ ধরে
ধানের এমন রূপটা দেখে কৃষকের মন ভরে।

মাঠের পাকা এসব ধান কাটতে কৃষক ব্যস্ত
মাড়াইঝাড়াই সকল কাজ হয়েই আছে ন্যস্ত।

উঠোন জুড়ে চলছে কাজ দিনরাত্রি হিসাব নাই
দাদি ফুফু মা চাচির; এই আনন্দ কোথায় পাই?

ছেলেপুলে বাড়ির কারো বসে থাকার সময় কই?
ধান গোছাতে ধান উঠাতে কাজে সব শরিক হই।

ক’দিন ধরে চলছে কাজ উধাও এখন চোখের ঘুম
নতুন ধান তুলতে গোলায়, বাড়িজুড়ে কাজের ধুম।

ধান শুকানো শেষ হয়েছে; চলছে কুটা ঢেকিতে
আসতে হবে গাঁয়ে ফিরে, দৃশ্য এমন দেখিতে।

আনন্দ আজ পুরো গাঁয়ে; নবান্ন হয় ঘরে ঘরে
শহরবাসী এসো গাঁয়ে, দাওয়াত দেই সবার তরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়