বন্ডে অনুমোদন দিল বিএসইসি

আগের সংবাদ

ছাত্র বিক্ষোভে ফের উত্তাল সড়ক : ২০১৮ সালের আন্দোলনের রেশ > ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম

পরের সংবাদ

পীরগাছায় অ্যাপসের মাধ্যমে ধান কেনার লটারি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় অ্যাপসের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অ্যাপসের মাধ্যমে লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।
এ সময় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত ১ হাজার ৮৮১ জন কৃষকের মধ্যে লটারিতে ৩৮২ জন কৃষক নির্বাচিত হন। প্রতি জন কৃষক ১ হাজার ৮০ টাকা দরে ৩ টন করে মোট ১ হাজার ১৪৭ টন ধান বিক্রয়ের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়