নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

মো. মনিরুজ্জামান সোনালী ব্যাংকের জিএম

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে জেনারেল ম্যানেজার অফিস কুমিল্লায় প্রধান হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ থেকে বি.কম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন।
দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন- সুপ্রিম কোর্ট শাখা, ওয়াপদা করপোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীলকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়