নরসিংদীতে আটক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান

আগের সংবাদ

‘তোরে আমি কি জন্য একা যাইতে দিলাম’

পরের সংবাদ

এফএসআইবিএলে প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নবনিযুক্ত প্রবেশনারি অফিসারদের ৫৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যতœবান হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি।
এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ কে এম আমজাদ হুসাইন, অনুষদ সদস্য আবুল কালাম মজিবুর রহমান ও শহীদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ২৮ জন প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়