মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ১২৪

আগের সংবাদ

যোগ্যরা নৌকা পাননি যে কারণে : ‘বিদ্রোহী’ তকমায় মনোনয়ন পাচ্ছেন না জনপ্রিয়রা, আর্থিক কারণেও যোগ্যদের নাম আসছে না কেন্দ্রে

পরের সংবাদ

কাস্টম অপারেটিং সিস্টেম নিয়ে মটো ওয়াচ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাস্টম অপারেটিং সিস্টেম মটো ওএসসহ বাজারে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে লেনোভো মালিকানাধীন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। মটো ওয়াচ ১০০ নামে এটি বাজারে আনা হয়েছে। মটোরোলার দাবি, তাদের কাস্টম অপারেটিং সিস্টেমটি স্বাস্থ্যকেন্দ্রিক এবং ধীরে ধীরে স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু বাড়াবে। মটো ওয়াচ ১০০-এ মটো অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে। এতে ১ দশমিক ৩ ইঞ্চির গোলাকার এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ৩৬০ বাই ৩৬০ পিক্সেল ও অলওয়েজ অন ফিচার রয়েছে।
স্মার্টওয়াচটিতে একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে এক্সিলারোমিটার, হার্ট রেট মনিটর ও পেরিফেরাল ক্যাপিলারি অক্সিজেন স্যাচুরেশন। এসব সেন্সর মানবদেহের হার্ট রেট, ঘুমের পরিমাণ, ওজন ও রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদর্শন করে থাকে। মটো ওয়াচ ১০০-এ অ্যালুমিনিয়াম নির্মিত কেসিং রয়েছে। যেটি পানির নিচে ৫০ মিটার পর্যন্ত স্মার্টওয়াচকে সুরক্ষিত রাখবে। মটো ১০০ ওয়াচে ২৬টি স্পোর্টস মোড যুক্ত করেছে মটোরোলা। ফলে ব্যবহারকারী বাস্কেটবল, ব্যাডমিন্টন, ইনডোর বাইকিং, ক্রিকেট, স্নোবোর্ড, টেনিসসহ অন্য যেকোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকুক না কেন সেগুলোর তথ্য সংরক্ষণ করতে পারবে। স্মার্টওয়াচটিতে ব্লæটুথ ভার্সন ৫.০ ও জিপিএস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। যেসব স্মার্টফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন ৫ ও আইওএস ভার্সন ১০ রয়েছে, সেসব ফোনের সঙ্গে মটোরোলার নতুন স্মার্টওয়াচটি ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটিতে ৩৫৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। একবারের চার্জে স্মার্টওয়াচটি দুই সপ্তাহ পর্যন্ত চলতে সক্ষম। স্মার্টওয়াচের সঙ্গে থাকা ম্যাগনেটিক চার্জিং কেবলের মাধ্যমে ১ ঘণ্টায় ব্যাটারি চার্জ দেয়া যাবে। স্মার্টওয়াচটির ওজন মাত্র ২৯ গ্রাম। মটো ওয়াচ ১০০-এর দাম প্রায় ১০০ ডলার। মটোরোলার ওয়েবসাইটে স্মার্টওয়াচটি তালিকাভুক্ত রয়েছে। গø্যাসিয়ার সিলভার ও ফ্যান্টম ব্ল্যাক এ দুই রঙে স্মার্টওয়াচটি পাওয়া যাবে। তবে বিশ্ববাজারে এর বাজারজাতের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র: গ্যাজেটস থ্রিসিক্সটি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়