জামালদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

আগের সংবাদ

বাস মালিক-শ্রমিকরা বেপরোয়া : এখনো অতিরিক্ত ভাড়া আদায় > গেটলক-সিটিং সার্ভিস বহাল > বিআরটিএর তৎপরতা লোক দেখানো

পরের সংবাদ

বাস-লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার দাবি স্কপের

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ডিজেলের দাম কমিয়ে বাস ও লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিও জানিয়েছে স্কপ। গতকাল স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর যুগ্ম সমন্বয়ক কামরুল আহসানের পরিচালনায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব দাবি জানানো হয়।
স্কপ কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন- সহিদুল্লাহ চৌধুরী, শাহ মোহাম্মদ জাফর, ডা. ওয়াজেদুল ইসলাম খান, আব্দুল কাদের হাওলাদার, সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, শামিম আরা, সাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, আব্দুল ওয়াহেদ প্রমুখ।
সভায় নেতারা বলেন, করোনা সংক্রমণে অর্থনৈতিক স্থবিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমজীবী মানুষ। অন্তত দেড় কোটি মানুষ চাকরি হারিয়েছেন, তিন কোটির বেশি মানুষ নতুনভাবে দারিদ্রসীমার নিচে নেমেছে। দেশের ৭২ ভাগ মানুষের আয় কমেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বাজার অর্থনীতির নিয়ম অনুসারে সব ধরনের পণ্যের মূল্য যখন কমে যাওয়ার কথা তখন সব ধরনের খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের মূল্য বেড়ে প্রায় দেড় গুণ হয়েছে। সরকার শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়