জাবির ভর্তি পরীক্ষা : প্রক্সি দিতে গিয়ে বুয়েট শিক্ষার্থী কারাগারে

আগের সংবাদ

এশিয়ান আর্চারিতে পদক খরা ঘোচাল বাংলাদেশ

পরের সংবাদ

বিটাকে পাম্প প্রযুক্তি নিয়ে সেমিনার

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য ব্যবহৃত পাম্প প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় বিটাকের টুল এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের (টিটিআই) সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন টিটিআই, বিটাকের পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম। জাপানভিত্তিক টোরিশিমা পাম্প প্রাইভেট লিমিটেডের ভারত শাখার ব্যবস্থাপনা পরিচালক মনোজ গ্রোভার, ব্যবস্থাপক সঞ্জয় সিং ও বাকিয়া সুব্রামানিয়াম বিশেষ অতিথি হিসেবে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সেমিনারে যুক্ত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসোলিডেট সার্ভিস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ওমর নাসিফ এবং টিটিআই, বিটাকের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়