তিনজন গ্রেপ্তার : কৌশলে পানের ভেতর ইয়াবা পাচার

আগের সংবাদ

শূন্য থেকে মহাশূন্য জয় : ডিজিটাল বাংলাদেশ

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৯৪ কোটি টাকা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল সোমবার ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর এক কোটি ২ লাখ ৫৯ হাজার ৯৯টি শেয়ার ৬৯ বার হাত বদলের মাধ্যমে ৯৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে এনার্জিপ্যাক পাওয়ারের।
দর হারানোর শীর্ষে ন্যাশনাল ফিড : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭টির বা ৬০.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের কার্যদিবস ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৯১ শতাংশ কমেছে।
এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম কটনের ৯.৫২ শতাংশ, বিডি থাইয়ের ৯.৪০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৭৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৭২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৬০ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৫৯ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৮.১৫ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.৮৪ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের শেয়ার দর ৬.২৭ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়