ডিএমপি কমিশনার : স্মার্টকার্ড লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়

আগের সংবাদ

ইইউ-চীন-যুক্তরাষ্ট্র-ভারতের অঙ্গীকার > ৫০ বছরেই ‘কার্বন নিরপেক্ষ’ : এক হাজার কোটি ডলার তহবিলের নিশ্চয়তা, উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা

পরের সংবাদ

পাবনায় জাতীয় চারনেতা স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : বঙ্গবন্ধুর আমৃত্যু বিশ্বস্ত সহচর শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনা কালাচাঁদ পাড়াস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর বাসভবন চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এ সময় উপস্থিত ছিলেন- প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, উপদেষ্টা লিয়াকত তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম মুকুল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গাফ্ফারী রাসেল, সদস্য আবু বাসেদ গালিব, পাবনা জেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজ, জেলা যুব মহিলা লীগ সভাপতি এড. আরেফা খানম শেফালি, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জেলহত্যা দিবস একই সূত্রে গাঁথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়