দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

সম্প্রীতি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তোমরা না হয় সংখ্যায় বেশি আমরা অতি কম
তুমি-আমি দুজনে নিই অক্সিজেনের দম
তোমার ঘরে ঈদের সেমাই আমার ঘরের নাড়ু
খাই দুজনে আর দুবোনে পারভীন এবং পারু।

মিলাদ পড়ার তবারুক পাই তোমার ঘরে আমি
আমার ঘরের প্রসাদ জানি তোমার কাছে দামি
তোমার মা আর আমার মায়ে ভেদ করিনি দুয়ে
তাদের দেখে শ্রদ্ধাভরে আমরা থাকি নুয়ে।

একাত্তরের মুক্তিযুদ্ধে দুজন পাশাপাশি
যুদ্ধ করেই ফিরিয়েছি বাংলা মায়ের হাসি।
দুর্ঘটনায় রক্ত ঝরে যখন তুমি নিথর
আমার রক্তে শক্তি পেলে তোমার দেহের ভিতর।

আল্লাহ্ বানায় তোমাকে আর আমায় ভগবানে?
একই জনের সৃষ্টি সবাই নেই ব্যবধান মানে
যেদিন থেকে রাজনীতিতে ধর্ম লাগায় কাদা
সেদিন থেকে সংখ্যালঘুর সূচনা হয় কাঁদা।

কুচক্রীদের চক্রকে আজ বন্ধু চলো টুটাই
তুমি-আমি আবার এসো সম্প্রীতি-ফুল ফুটাই
আমার প্রতি তোমার মনে আর না থাকুক ঘৃণা
তোমার সুখও পূর্ণ না হোক আমার হাসি বিনা।

হাজার বছর যে মিল ছিল সে মিল আবার বুনি
তুমি-আমি-আমরা চলো সম্প্রীতি-গান শুনি
ধর্ম এবং রাজনীতিতে সজাগ থাকি যাতে
সাম্প্রদায়িক শ্বাপদগুলো সুযোগ না পায় তাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়