দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

সবাই সবার

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সূর্য যখন আলো ফেলে-
সমতলে,
কিংবা চাঁদ;
যায় না কেউ বাদ।
বৃষ্টির কথাই যদি ধরো-
সেও যখন নামে ধরায়
ধারা হয়ে,
যায় ছন্দে আনন্দে বয়ে;
তার মাঝেও নাই-
সংকীর্ণতার সামান্য বালাই,
ভালোবাসায় তার
সিক্ত হয় সবাই।
তাহলে আমরা হবো কেন
হায়েনার মতো হিংস্র ও হীন?
চোখের আয়তন ও চলার পথ
হবে কেন এত এত সংকীর্ণ?
কেননা,
তা যে মনুষ্যত্বের অবমাননা।
আমাদের তো হওয়া চাই-
বিবেদ বিদ্বেষ সব ভুলে
সুখে-সংকটে সবাই সবার;
ঠিক আকাশের মতো উদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়