দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

মিছিলের ডাক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানুষ, তুমি কথা বলো
মানুষ, তুমি জেগে ওঠো।

যে মানুষ প্রগতির পক্ষে সে কথা বলবে
যে মানুষ গণতন্ত্রকামী সে কথা বলবে
যে মানুষ মানবতার পক্ষে সে কথা বলবে।
মানুষ বলবে শুধু জীবনের কথা
মানুষ বলবে শুধু মানুষের কথা
সময়ের ডাক এলে
মানুষই পৌঁছে দেবে যুদ্ধের বারতা।

আমাদের কথা হবে মিছিলে সেøাগানে
আমাদের কথা হবে যুদ্ধের ময়দানে;
নিদ্রামগ্ন বন্ধু আমার, জেগে ওঠো এক্ষুনি
শত্রæমুক্ত করতে হবে তোমার স্বদেশভূমি।

মানুষ জাগ্রত হয় মানবিক প্রেমে
মানুষ জ্বলে ওঠে দ্রোহের আগুনে।

সময়ের ডাক শুনে চুপ করে থাকে না মানুষ
যুদ্ধের ডাক এলে ঘরে বসে থাকে না মানুষ;
আলো আর অন্ধকার একসাথে থাকে না কখনো
অসুরের সাথে মানুষের বাস একসাথে হয় না কখনো

মনে কর ইতিহাস,
জন্মের ইতিহাস মনে করে দেখো, মনে কর একাত্তর
মুজিবের ডাক শুনে ঘরে ঘরে জন্ম নেয় লক্ষ মুজিবুর।
আমরা দেখেছি, আমরা জেনেছি
রক্তের অক্ষরে লেখা হয় ইতিহাস-

আবার রচিত হোক নতুন ইতিহাস
আবার পবিত্র হোক স্বদেশের আকাশ।

দুঃসহ আঘাত এলে মুখ বুজে থাকে না মানুষ
আঁধারের বিপরীতে আলো হাতে দাঁড়ায় মানুষ।
মানুষ জাগ্রত হয় বিবেকের ডাকে
যে মানুষ নিদ্রামগ্ন, ডেকে তোল তাকে।

বন্ধুরা সব শোন,
আবার এসে গেছে মিছিলের ডাক
ওই শোন সময়ের হাঁক
আগামী মিছিলে তুমি এসো
ক্ষুদিরাম ডাকছে তোমাকে
তিতুমীর ডাকছে তোমাকে
ডাকছে তোমাকে ওই রক্তমাখা আসাদের শার্ট
ত্রিশ লাখ শহীদ আজ পাঠায়েছে ডাক

বন্ধুরা সব শোন,
ওই শোন মুজিবের ডাক
তর্জনী উঁচিয়ে পিতা ডাকছে তোমাকে
আগামী মিছিলে তুমি এসো।
ত্রিশ লাখ শহীদ আজ পাঠায়েছে ডাক
আগামী মিছিলে তুমি এসো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়