দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

ভুলে যাই সাম্প্রদায়িকতা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এক মাটিতেই মায়ের কোলে সন্তান দেখো দোলে
এক নাড়িরই রক্ত মোদের এসেছি এই ধরণী তলে\

একই দেশের হাওয়া খাচ্ছি একই দেশের জল,
একই মাটির বুকে ফলছে একই ফুল ও ফল\

একই মায়ের সন্তান মোরা রক্ত সে একই লাল,
তবুও কেনো ছড়াই বলো সাম্প্রদায়িকতার জাল\

মসজিদে যখন আজান হয় হৃদয় কোমল সাজে,
মন্দিরের ঘণ্টার ধ্বনিতে মনে সুর লহরি বাজে\

জীবন শেষে কিন্তু; এক মাটিতে পাই গোরের সন্ধান,
সেই মাটিতেই ঠাঁই পায় কেউ চিতা নামের শশ্মান\

মোরা একই ভাষায় মাকে ডাকি এক সুরে গান গাই,
একই মায়ের কতো সন্তান মোরা যে ভাই ভাই\

মোরা এই দেশকেই ভালোবাসি একই প্রাণের ছোঁয়া,
লাল সবুজের সেই পতাকায় আমার ভাইয়ের মায়া\

ধর্মকে কেনো বড়ো করছো আগে তো এসেছি মানুষ
ধর্মের দোহাই দিয়ে কেনো মানবতা করছি ফানুস\

এসো ভাইবোন মিলে করি পণ আর নয় হানাহানি,
সাম্প্রদায়িকতা দহন ভুলে গিয়ে অসাম্প্রদায়িকতার জাল বুনি\

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়