দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

পীরগঞ্জের মাঝিপাড়া

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রমজীবী মাঝি ও জেলেরা
নদী ও জলের সাথে যাদের একান্ত সখ্য,
যারা যুগ যুগ ধরে বংশপরম্পরায়
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমিষ চাহিদা মিটিয়েছে!
তারাও আক্রান্ত!

তারা তো শুধুই নিজের ভিটেয়-
প্রকৃতির আলো বাতাসের অধিকার নিয়ে
-বাঁচতে চেয়েছে!
মুক্তিযুদ্ধের সময় সর্বশ্বান্ত হয়ে
সীমান্তের ওপারে গিয়েছে শরণার্থী হয়ে
আবারো এসেছে ফিরে নিজের পোড়ামাটিতে,
এসে অবশিষ্ট কিছুই পায়নি!
তারপরও তিল তিল করে- খড়কুটো জোগাড় করে
শ্রম ও কষ্টের বিনিময়ে
জীবনকে সাজিয়ে তুলেছে!

ওদের মাছের সাথে দই খেতে পারছো বলে তুমি
তাদেরই ওপরে আগুন ছড়িয়ে দিয়েছো আজ?
কাণ্ডজ্ঞানহীন মূঢ়তায়!
ওদের পোড়াচ্ছো!
পোড়াচ্ছো বিবেক!
পোড়াচ্ছো সংবিধান! পোড়াচ্ছো মুক্তিযুদ্ধ!
চপেটাঘাত আইনে- থাপ্পড় মারছো শান্তিকে!
মানবতা আর সভ্যতার বুক ছিঁড়ে
লবণ লাগিয়ে দিচ্ছো- বিষপিঁপড়ে ঢুকিয়ে দিচ্ছো!
কার আর্তচিৎকার শোনো তুমি?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়