দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন : বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৮১ জন চেয়ারম্যান

আগের সংবাদ

সম্প্রীতির জমিনে শকুনের চোখ

পরের সংবাদ

আঁধার বন্দনা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পরদা টেনে দাও সবকটি জানালায়, দরজার কপাটেও খিল!
আকাশ বাতাস নদী, পৌরুষহীন শহর বন্দর গ্রাম।
ঢেকে দাও অরণ্য পর্বত সমুদ্র,
ঢাকো সূর্য চন্দ্র নক্ষত্র গুলিও।
আসুক ধেয়ে বিভীষিকাময় ঘোর অমানিশা,
উলঙ্গ চোখের চাতালে নগ্ন আলোর নিচে আর কত মঞ্চস্থ হতে দেখব মানবতার বলাৎকার।
মানুষরূপী পিশাচদের ভর করে আছে অসুরের অশরীরী আত্মা!
খাবার টেবিলে তাদের মানবতার ঝলসানো শরীর,
শয্যায়, বিবস্ত্র রেশমী কোমল মানবতা!
রক্তের হোলিতে অসুরগুলো উন্মত্ত হলে;
তাদের হাড়েই শান দেব কলমের নিব।
হাড়ের ফসফরাসেই ঘটুক মানবতার বিস্ফোরণ!
তার আলোয় দূরীভূত হোক অন্ধকারের বিভীষিকা!
মানবতার গলিত শব আর যেন না ভেসে ওঠে;
মিসিসিপি, নাইজার, দানিউব, ফোরাত, সিন্ধু, গঙ্গা, নাফ কিংবা শীতলক্ষ্যার জলে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়