পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

হিলি স্থলবন্দর : ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দিনাজপুরের হিলিতে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। গতকাল প্রতি কেজি পেঁয়াজের দাম ২ টাকা বাড়ে। পূজার পর থেকেই ভোগ্যপণ্যটির দাম কমছিল। তবে চারদিনের মধ্যে দুই দফা দাম বাড়ার ঘটনা ঘটেছে।
বন্দরসংশ্লিষ্টরা বলছেন, কয়েক দফা দাম কমায় বিপাকে পড়েন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি করে তাদের লোকসান হচ্ছিল। এ কারণে তারা আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে আবারো দেশীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় ভোগ্যপণ্যটির দাম বাড়তে শুরু করেছে।
বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশীয় পেঁয়াজের দাম কম। তার ওপর বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা নেই বললেই চলে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিল। এসব কারণে কম দামে পেঁয়াজ বেচে দিতে বাধ্য হচ্ছিলেন আমদানিকারকরা।
লোকসান হওয়ায় তারা বর্তমানে আমদানি কমিয়ে দিয়েছেন।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পূজার ছয়দিন বন্ধ শেষে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি অব্যাহত আছে। তবে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কমছে। আগে যেখানে বন্দর দিয়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন সেখানে ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ২৩ অক্টোবর বন্দর দিয়ে ১০টি ট্রাকে ২৬১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ২৪ অক্টোবর ১৪টি ট্রাকে ৩৬৮ টন পেঁয়াজ আমদানি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়