টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

রেসিপি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চকলেট মিল্কশেক

উপকরণ : কিটকাট চকলেট – ১ টি, চিনি – ১ টে. চামচ, ঠান্ডা তরল, দুধ – ১ কাপ , বরফ টুকরো ৩/৪ , আইসক্রিম – ২ স্কুপ, চকলেট সিরাপ পরিমান মতো , হুইপড ক্রিম (অপশনাল) ।
প্রস্তুত প্রণালি : কিটকাট ৩ টুকরা, ১ টে চামচ চিনি, ১ কাপ দুধ, ৪/৫ টুকরা বরফ, আইসক্রিম ২ স্কুপ, চকলেট সিরাপ ১/২ চা চামচ ( অপশনাল)সব কিছু একসাথে ব্লেন্ড করতে হবে। পরিবেশনের জন্য গøাস নিয়ে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে পরিমান মত জুস নিয়ে উপরে হুইপড ক্রিম দিয়ে কিছু কিটকাট টুকরা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন।

বানানা কার্ড মিল্কশেক

উপকরণ ঃ কলা – ১ টি , চিনি – ১ টে. চামচ , টক দই – ৩ টে. চামচ
আইসক্রিম – ২ স্কুপ , ঠান্ডা তরল দুধ – ১ কাপ, কাঠ বাদাম – ৩/৪ টি বরফ টুকরা, দারুচিনি (অপশনাল)

প্রস্তুত প্রণালি ঃ ১ টি কলা, ১ টে চামচ চিনি, ১ কাপ দুধ,৪/৫ টুকরো বরফ, আইসক্রিম ২ স্কুপ, কাঠ বাদাম ৩/৪ টি, টক দই ৩ টে. চামচ সব কিছু একত্রে ব্লেন্ড করতে হবে। পরিবেশনের জন্য গøাস নিয়ে পরিমান মত জুস নিয়ে উপরে দারুচিনি গুড়ো দিয়ে কিছু কাঠ বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি মিল্কশেক

উপকরণ ঃ স্ট্রবেরি -৩/৪ টি, চিনি ১ টে চামচ
আইসক্রিম- ২ স্কুপ, ঠান্ডা তরল দুধ- ১ কাপ, স্ট্রবেরি সিরাপ পরিমানমত, বরফ টুকরা – ৪/৫

প্রস্তুত প্রণালি ঃ স্ট্রবেরি ৩/৪ টি, ১ টে চামচ চিনি,১ কাপ দুধ,৪/৫ টুকরো বরফ, আইসক্রিম ২ স্কুপ, স্ট্রবেরি সিরাপ ১/২ চা চামচ ( অপশনাল) সব কিছু একত্রে ব্লেন্ড করতে হবে। পরিবেশনের জন্য গøাস নিয়ে স্ট্রবেরি সিরাপ দিয়ে ডেকোরেশন করে পরিমানমত জুস নিয়ে উপরে স্ট্রবেরি সিরাপ দিয়ে। আপনার পছন্দ মত পরিবেশন করুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়