টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

কামারখন্দে ধানে পোকার আক্রমণে দিশাহারা কৃষক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চলছে আমন মৌসুম। আর কিছু দিন পর ধানে থোড় আসবে। তবে কিছু কিছু স্বল্প মেয়াদি জাতের ধানে শীষ বেরিয়েছে। এমন সময় শত শত বিঘা জমিতে ধানে পাতা মোড়ানো পোকার আক্রমণে দিশাহারা হয়ে উঠেছেন কামারখন্দ উপজেলার কৃষকরা। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান। এতে এ মৌসুমে আশানুরূপ ধান উৎপাদন না হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এ বছর আমন মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ২০৪ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। উপজেলার কাশিয়াহাটা গ্রামের কৃষক ছানোয়ার হোসেন জানান, বেশ কিছু দিন ধরে ধানে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়েছে। অনেক ধরনের কীটনাশক দিয়েছি, তবুও কাজ হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন ও পরামর্শ দেয়ার জন্য কৃষি বিভাগের কোনো কর্মকর্তা আসেনি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, ছায়াযুক্ত স্থান, গাছের নিচে, সড়কের ধারে, জমিতে পানি বেশি আছে এসব স্থানে এই পোকার আক্রমণ হচ্ছে। তবে পাতা মোড়ানো পোকায় ধানের ক্ষতি হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়