নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

আগের সংবাদ

লো স্কোরিংয়ের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

পরের সংবাদ

বিটকয়েনের দাম ছুঁয়েছে ৬৬ হাজার ডলার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যে কোনো সময়ের সর্বোচ্চ মূল্যসূচক স্পর্শ করেছে ডিজিটাল মুদ্রার বাজারে শক্তিশালী অবস্থানে থাকা বিটকয়েন। সম্প্রতি প্রতি বিটকয়েনের মূল্য ৬৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা ব্যবহারকারীদের কাছে কীভাবে বাড়ছে তার একটি চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপি।
গত সপ্তাহের বুধবার প্রতি বিটকয়েনের দাম ৬৬ হাজার ৯৭৪ ডলার ৭৭ সেন্টে পৌঁছে যায়। দিন শেষে প্রতি বিটকয়েনের মূল্য দাঁড়ায় ৬৬ হাজার ৯৬ ডলার। এপ্রিলে সর্বোচ্চ দাম থেকে গ্রীষ্মে প্রতি বিটকয়েনের মূল্য ৩০ হাজার ডলারের নিচে নামার পর বিটকয়েনের দাম আবারো সর্বোচ্চ দামে পৌঁছায়। ডিজিটাল মুদ্রাসংক্রান্ত খবর ও বিশ্লেষণ মাধ্যম কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, পূর্বে বিটকয়েনের সর্বোচ্চ দাম ছিল ৬৪ হাজার ৮৮৯ ডলার।
বিটকয়েনের এ মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়িক ক্ষেত্রে এর ব্যবহার আরো বৃদ্ধি পাবে। বর্তমানে পেশাগত বিনিয়োগকারীরা বিটকয়েনের ব্যবহার আগের তুলনায় বাড়িয়েছেন। এল সালভাদর সরকার বিটকয়েনের ব্যবহার সরকারিভাবে বৈধ ঘোষণা করেছে। ফলে মূল মুদ্রাগুলোর বাইরে গিয়ে বিটকয়েনের ভিত্তি আরো বিস্তৃত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়