ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

শেখ রাসেলের জন্মদিন : চট্টগ্রামে কম্পিউটার শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, ল্যাপটপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর পরীর পাহাড়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ‘লার্নিং এন্ড আর্নিং’-এ বিশেষ অবদান রাখায় পুরস্কার হিসেবে ১০ জন আউটসোর্সিং পার্সনকে ১০টি ল্যাপটপ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যারা সহ্য করতে পারেনি, তারাই ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। ইতিহাসের এ বর্বরতম ও ন্যক্কারজনক হত্যাকাণ্ডে চতুর্থ শ্রেণির ছাত্র ১০ বছরের ছোট্ট শিশু শেখ রাসেলও রেহাই পায়নি। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা তাকেও নির্মমভাবে হত্যা করেছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির অতিরিক্ত কমিশনার শানা শামীমুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান বারী নূর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরওয়ার কামাল দুলু ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী প্রমুখ।
এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ বন্দর থানার উদ্যোগে পোর্ট কলোনি কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও ইউসুফ জিতুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি চউক বোর্ড সদস্য এম আর আজিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ। আরো বক্তব্য দেন- সাবেক ছাত্রলীগ নেতা মোসলেহ উদ্দিন আহমেদ, কফিল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখার সাধারণ সম্পাদক রাজীবুল হাসান রাজীব, মহানগর ছাত্রলীগ সহসভাপতি ফররুখ আহমেদ পাবেল, যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়