ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

আগের সংবাদ

রুট পারমিটের তোয়াক্কা নেই রাজধানীর গণপরিবহনের

পরের সংবাদ

ফুটপাত-নালার উপর হোটেল, গরুর খামার : ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : ফুটপাতে হোটেল, মুদির দোকান, গরুর খামারসহ নানা ব্যবসায়িক স্থাপনা। নগরের ফুটপাত ও ড্রেন দখল করেই গড়ে তোলা হয়েছে এসব অবৈধ স্থাপনা। গতকাল মঙ্গলবার ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগ। নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ থেকে পাহাড়িকা আবাসিক মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের ফুটপাত ও ড্রেন থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
চসিক পরিচ্ছন্ন বিভাগের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, এক কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত ও নালার উপর গড়ে তোলা হয় সেলুন, হোটেল, মুদি দোকান, গাড়ির গ্যারেজ, গরুর খামারসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে অভিযান চালিয়ে তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়