এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

হবিগঞ্জ ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : হবিগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- চুনারুঘাটের মিরাশী গ্রামের আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক আরিফ (২৫), কুমিল্লার বালিনাপাড়ার গোপাল রায়ের ছেলে অজয় রায় (২২), বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেকার আহমেদ (৩৬) ও মাধবপুরের তেলিয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তারেকুজ্জামান (১৮)। নিহত আরিফ মিরাশী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী ছিলেন। গতকাল রবিবার দুপুরে ও বিকালে পৃথক ঘটনাগুলো ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল হক আরিফ মোটরসাইকেল নিয়ে জগদীশপুর যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরনো সড়কের মাধবপুরের তেলিয়াপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও অজয় রায় মারা যান। এ ঘটনায় আহত আরিফের বাবা আব্দুল হকসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।
এদিকে বিকাল ৫টার দিকে একই সড়কের গোয়ানগর এলাকায় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই ইফতেকার মারা যান। গুরুতর আহত অবস্থায় আহত তারেকুজ্জামানকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা আরো জানান, দুটি লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুটি লাশ তেলিয়াপাড়া ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল রিপোর্ট ও প্রয়োজনীয় কাজ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই মোটরসাইকল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম হোসেন (৩৮) এবং মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০)।
ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহতরা মোটরসাইকেলযোগে উপজেলার রাজাবাড়ী যাচ্ছিল। শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে পৌঁছলে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাজল মিয়া নিহত হন। গুরুতর আহত কালামকে স্থানীয়রা উদ্ধার করে রাজাবাড়ী আল-রাজ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়