এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

জাতিসংঘ : তালেবান শিগগিরই জানাবে নারী শিক্ষার রূপরেখা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : তালেবান সরকার শিগগিরই আফগানিস্তানের মেয়েদের শিক্ষার পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্র্রতি সে দেশে রাজনৈতিক ও কোভিড পরিস্থিতি কিছুটা থিতু হওয়ার পর আফগান ছেলেরা ফিরতে পারলেও এখনো ক্লাসে যেতে পারেনি মেয়েরা।
এ বিষয়ে গত শুক্রবার নিউইয়র্ক থেকে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর উপনির্বাহী পরিচালক ওমর আবিদ জানান, আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষামন্ত্রী আমাদের জানিয়েছেন তারা মেয়েদের স্কুলে ফেরাতে একটি কাঠামো গঠনের কাজ করছে।
ফলে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে অংশ নিতে পারবে তারাও। কয়েক সপ্তাহ ধরেই তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই তারা আফগান মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফেরাবে। তালেবান ক্ষমতায় আসার
পর ছেলেরা স্কুলে ফিরলেও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ঘরে থাকার আদেশ দেয়া হয়। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।
তালেবানের এমন পদক্ষেপের কারণে আফগানিস্তানের কয়েক লাখ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। মেয়েদের স্কুলে ফেরাতে আর দেরি নয়, তালেবানকে এমন আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়